শৈলকুপা

শৈলকুপায় করোনা গনটিকা কার্যক্রমের উদ্বোধন

এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কোভিট-১৯ গনটিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১০টায় উপজেলার ১৫নং ফুলহরী ইউনিয়নের ফুলহরী মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকিল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন,সহকারী কমিশনার (ভ’মি) পার্থ প্রতিম শীল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদ আহমেদ, ফুলহরী ইউ পি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।

উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি কেন্দ্রে ৬০০ জনকে আজ এ টিকা প্রদান করা হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকিল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন জানান।

উল্লেখ্য প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১টি করে কেন্দ্রে প্রাথমিক ভাবে এ টিকা কার্যক্রম শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button