কোটচাঁদপুরটপ লিড

ঝিনাইদহে নৌকার প্রতি ভালোবাসার গল্প

মনজুর আলম, ঝিনাইদহের চোখ—

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র কাঠের নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন আবু সাইদ নামের এক ব্যক্তি। তিনি পেশায় একজন কাঠের আসবাব তৈরির কারিগর হলেও নির্বাচন আসলেই আসবাবপত্র তৈরির কাজ ছেড়ে নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। তিনি নৌকা ভক্ত  নেতা কর্মীদের নিকট নৌকার আকার বুঝে নামমাত্র মূল্যে বিক্রি করেন।


জানা গেছে, জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের বনবিভাগ পাড়ার মৃত. মনিরুল ইসলামে ছেলে আবু সাইদ পেশায় একজন কাঠের আসবাবপত্র তৈরির কারিগর। তিনি নিজেও আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছা সেবক লীগের ৩নং ওয়ার্ডেও সাধারণ সম্পাদক। সংগঠনের প্রতি ভালবাসার কারণেই তিনি নির্বাচন আসলেই নৌকা তৈরিতে সময় পার করেন। বাজার থেকে কাঠ কিনে নিজের পরিশ্রমে তৈরিতে নৌকা কোন রকম নামমাত্র মূল্যে নেতা কর্মীদের কাছে বিক্রি করেন। এরই মধ্যে অর্ধশত নৌকা তৈরি করেছেন। এছাড়াও জেলা, উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড নেতা কর্মীদের বিভিন্ন সাইজের নৌকার অর্ডার রয়েছে।


নৌকা তৈরির কারিগর আবু সাইদ জানান, দীর্ঘ প্রায় ২০ বছর কাঠের আসবাবপত্র তৈরির কাজ করছেন। আওয়ামী লীগ সংগঠনের প্রতি ভালোবাসা ভালোলাগা থেকে প্রথমে একটি নৌকা তৈরি করি। নৌকাটি কোটচাঁদপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের অফিসে দেই। এরপর থেকেই নৌকা ভক্তদের নিকট নৌকা তৈরির বিষয়টি প্রচার হতে থাকে। সেই থেকে বাড়তে থাকে নৌকা তৈরির কাজ।  প্রতি নির্বাচন আসলেই নৌকার কর্মী ভক্তদের মধ্যে নৌকার চাহিদা বেড়ে যায়। এরই মধ্যে অর্ধশত নৌকা তৈরির কাজ প্রায় শেষ করেছেন।


তিনি আরো বলেন, এক সময় জাতীয় নির্বাচনেই শুধু নৌকা প্রতীক ব্যবহার করা হত। তখন নৌকার চাহিদা কম ছিল। কিন্তু এখন জাতীয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদেও নৌকা প্রতীকে নির্বাচনের কারণে নৌকার চাহিদা বেড়ে গেছে। একই সাথে নৌকা তৈরির কাজও বেড়েছে কয়েক গুন।

সদর উপজেলার গান্না ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেম্বর রিপন হোসেন বলেন, নিকট একজনের মাধ্যমে জানতে পারলাম আবু সাইদ নামের এক যুবক কোটচাঁদপুরে খাদ্য গুদামের নিকট নৌকা তৈরি করছেন। পরে তার নিকট থেকে একটি কাঠের, উপরে ছাউনি দেয়া নৌকা কোন রকম দাম দিয়ে কিনে এনেছি।


এ বিষয়ে জেলা আওয়ামী কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, পেশায় একজন কাঠের আসবারপত্র তৈরি মিস্ত্রী হওয়ার পরও দলকে ভালবেসে তিনি যে কাজটি করছেন, সেজন্য ব্যক্তিগত ভাবে এবং দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তার এমন উদ্যোগ অবশ্যই দল মূল্যায়ন করবেন ও তার পাশে থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button