নির্বাচন ও রাজনীতি

রাত পেরুলেই জেলা পরিষদ নির্বাচন

ঝিনাইদহের চোখ-
জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ কাল সোমবার (১৭ অক্টোবর)। ইতোমধ্যে কেন্দ্রগুলোয় পৌঁছে দেয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।

এ নির্বাচন উপলক্ষ্যে রোববার সকালে আয়োজন করা হয় মক ভোটিংয়ের। সিসিটিভি ক্যামেরায় এবারের নির্বাচন নজরদারি হবে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

অন্যান্য নির্বাচনের তুলনায় জেলা পরিষদের নির্বাচন কিছুটা ভিন্ন। এখানে জনপ্রতিনিধিদের ভোটে একজন চেয়ারম্যান ও কাউন্সিলররা নির্বাচিত হন। সে লক্ষ্যেই মক ভোটিং বা ভোটদান পদ্ধতি প্রদর্শনের আয়োজন করা হয়। যেখানে ইভিএমের সাথে ভোটারদের পরিচয় করিয়ে দেয়া হয়।

উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এই নির্বাচনের ভোটার। ভোটগ্রহণ মনিটরিং হবে সিসিটিভি ক্যামেরায়।

গত ২৩ অগাস্ট পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলা পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা হয়। আইনি জটিলতায় নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জে স্থগিত হয় ভোট। আর ফেনী ও ভোলায় সবকটি পদে বিনা প্রতিদ্বন্দীতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় ভোটের প্রয়োজন নেই। আর তাই সোমবার নির্বাচন হবে ৫৭টি জেলা পরিষদে। ভোট হতে যাওয়া এসব পরিষদের মধ্যে ২৬টিতে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান হয়েছেন। অন্যান্য পদে ৮৫জন নির্বাচিত।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নেয়া হবে ভোট। এর আগে সবশেষ ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button