হরিনাকুন্ডু

হরিণাকুন্ডুতে জন্ম ও মৃত্যুু নিবন্ধন সার্বজনীন করার লক্ষে সেমিনার

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধনকে সার্বজনীন করার লক্ষে উপজেলা টাস্ক ফোর্সের সেমিনার হয়েছে ।

বুধবার সকালে সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে সেমিনারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ , মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন উপস্থিত ছিলেন ।

এসময় ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, মঞ্জুর আলম, গোলাম মোস্তফা, নাজমূল হুদা পলাশ, ছমির উদ্দীন, মোহাম্মদ আলী, শরাফত দৌলা ঝন্টু , সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, উপজেলা প্রোগ্রামার ওয়াসিকু রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ নূর-উল্লাহ্ সহ বিভিন্ন দপ্তর প্রধান, সাবেক প্রধান শিক্ষক মসলেম উদ্দীন, আট ইউনিয়নের সচিব, উদ্যোক্তা, সাংবাদিক, এনজিও প্রধান, শিক্ষক, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সেমিনারে অংশ গ্রহণ করে ।

সেমিনারে সভাপতি ইউএনও সৈয়দা নাফিস সুলতানা ইউপি চেয়ারম্যান , সচিব , উদ্যোক্তা সহ জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজে নিয়জিত সকলকে অনলাইনে সঠিক ভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন নথিভুক্ত করার পূর্বে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী , ইউপি সদস্যদের সাথে সমন্ময় করে নিবন্ধনকে সার্বজনীন করার আহব্বান জানান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button