অন্যান্য

৫ বছর ধরে নারী নির্যাতনের ৩৭ হাজার মামলা নিষ্পত্তির অপেক্ষায়

ঝিনাইদহের চোখঃ

সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ৩৭,১৩৮টি মামলা পাঁচ বছরের অধিক সময় ধরে আদালতে বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্টের নিয়মিত ত্রৈমাসিক একটি প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। ২০১৮ সালের শেষ তিন মাসের (অক্টোবর থেকে ডিসেম্বর) পরিসংখ্যান দিয়ে এটি প্রস্তুত করা হয়।

প্রতিবেদনে ওই তিন মাসে দায়ের ও নিষ্পত্তি হওয়ার পর যোগ-বিয়োগ করে সর্বশেষ সংখ্যাটি উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে ‘পাঁচ বছরের অধিক সময় ধরে বিচারাধীন’ শীর্ষক একটি কলামে এই তথ্য উল্লেখ করা হয়। তথ্যানুসারে বিশাল সংখ্যক এই মামলার প্রায় ১০ শতাংশই রংপুরের। প্রতিবেদন অনুসারে হাজারের বেশি অপেক্ষমাণ মামলাগুলো রয়েছে চট্টগ্রাম, খুলনা, ঢাকা, বাগেরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, কক্সবাজার, হবিগঞ্জ, গাজীপুর, বরিশাল, নীলফামারী ও নোয়াখালী।

আর একশ’র কম মামলার জেলাগুলো হচ্ছে ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, রাঙ্গামাটি, পঞ্চগড়, মুন্সিগঞ্জ, নড়াইল, শরীয়তপুর, পিরোজপুর, ঝালকাঠি, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও নারায়ণগঞ্জ।

এই কলামে উল্লেখ করা পরিসংখ্যান অনুসারে পাঁচ বছরের অধিক সময় ধরে বিচারাধীন মামলা রংপুরে ৩৭২৬টি, চট্টগ্রামে ২৬৬৬টি, খুলনায় ২১৪৬টি, ঢাকায় ১৯০৪টি, বাগেরহাটে ১৮৪৯টি, সিরাজগঞ্জে ১৬৫৮টি, নওগাঁতে ১৫৩৩টি, কক্সবাজারে ১৩৩৭টি, হবিগঞ্জে ১২০৪টি, গাজীপুরে ১১৩০টি, বরিশালে ১১১১টি, নীলফামারীতে ১০৯১টি, নোয়াখালীতে ১০৬১টি, দিনাজপুরে ৮৩৮টি, বগুড়া ও যশোরে ৭৭৫টি করে, গাইবান্ধায় ৬৭৯টি, বরগুনায় ৬৫৩টি, ঠাকুরগাঁওয়ে ৬২৯টি, নরসিংদীতে ৫৩৮টি, মৌলভীবাজারে ৫৩৬টি, নেত্রকোণায় ৫২৪টি, সিলেটে ৫১৪টি, কিশোরগঞ্জে ৫০৪টি, সুনামগঞ্জে ৪৪৪টি, ব্রাক্ষণবাড়ীয়াতে ৪১৭টি, কুড়িগ্রামে ৩৫০টি, নাটোরে ৪৮৭টি, মানিকগঞ্জে ২৮৮টি, ময়মনসিংহে ২২৭টি, জামালপুরে ৬৯৩টি, কুমিল্লাতে ৫০৮টি, মাদারীপুরে ৩৪৪টি, শেরপুরে ৩৭০টি, পটুয়াখালীতে ৩৯০টি, সাতক্ষীরায় ২৫০টি, ভোলায় ২১৬টি, রাজশাহীতে ২৮১টি, লক্ষ্মীপুরে ২৪০টি, পাবনায় ২০৭টি, গোপালগঞ্জে ২০১টি, বান্দরবানে ২০৬টি, ফেনীতে ১৭৭টি, চাঁদপুরে ১৭৪টি, খাগড়াছড়িতে ১৬৯টি, ফরিদপুরে ১৬৬টি, লালমনিরহাটে ১৮২টি, রাজবাড়ীতে ১৪০টি, জয়পুরহাটে ১২০টি, নারায়ণগঞ্জে ৯৩টি, চুয়াডাঙ্গায় ৭৫টি, মেহেরপুরে ৭৪টি, ঝালকাঠিতে ৫০টি, পিরোজপুরে ৫৫টি, শরীয়তপুরে ৪৫টি, নড়াইলে ৪০টি, মুন্সিগঞ্জে ২৬টি, পঞ্চগড়ে ২০টি, রাঙ্গামাটিতে ১৯টি, চাঁপাইনবাবগঞ্জে ১০টি এবং ঝিনাইদহে ৩টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button