মহেশপুর

ঝিনাইদহ মহেশপুরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার হেলথ ক্যাম্প

জিয়াউর রহমান জিয়া, মহেশপুর , ঝিনাইদহের চোখ-
মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচীর আওতায় ২০২০-২০২১ অর্থ বছরের উপকারভোগীর চলমান স্বাস্থ্যসেবা আরও জোরদার করর লক্ষ্যে হেলথ ক্যাম্প ‘মা’ ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থাপত্র ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী প্রদানের নিমিত্তে মঙ্গলবার সকালে মহেশপুর অডিটোরিয়ামে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসললামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন, ঝিনাইদহ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান প্রমুখ।

এ সময় অনুষ্ঠিত হেলথ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button