ঝিনাইদহ সদর

অব‌শে‌ষে ঝিনাইদহে নাম‌লো শা‌ন্তির পরশ জুড়া‌নো বৃষ্টি‌

ঝিনাইদহের চোখঃ

ঈশান কোণে মেঘ জমেছে সন্ধ্যায়। মৃদুমন্দ বাতাসও বই‌ছিল। আকাশে মেঘের ঘনঘটায় ম‌নে হ‌চ্ছিল আবহাওয়া অ‌ধিদফত‌রের পূর্বাভাস অনুযায়ী হয়‌তো ইফতা‌রের পরেই বু‌ঝি নাম‌বে বহুল প্র‌তীক্ষিত বৃ‌ষ্টি। কিন্তু না তখন পর্যন্ত বৃ‌ষ্টি নামার ওয়ার্মআপ চল‌ছিল।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে অবশ্য বলা‌ হয়ে‌ছিল, সন্ধ্যার আগে থেকে পরবর্তী সাত-আট ঘণ্টার মধ্যে নামবে বৃষ্টি। রাত সাড়ে ৮টার সময় আসে সেই‌ মা‌হেন্দ্রক্ষণ। যে বৃ‌ষ্টির আশায় চাতক পা‌খির ম‌তো ঝিনাইদহবা‌সী আকাশপা‌নে চে‌য়ে‌ছিলেন সেই বৃষ্টি বজ্রপাতসহ হাকডাক দি‌য়ে বেশ‌জো‌রেই না‌মে। স্ব‌স্তির পরশ বুলায় ম‌নেপ্রাণে।

গত কয়েকদিন যাবত প্রচণ্ড গরমের কারণে জেলাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভা‌বে ব্যাহত হচ্ছিল। ঘ‌রে-বাই‌রে গর‌মে অস্ব‌স্তিকর গুমোট প‌রি‌বেশের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছিল। অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন বৃষ্টি নামবে, কখন শীতল করবে মনপ্রাণ। অব‌শে‌ষে নাম‌লো প্রতীক্ষিত বৃ‌ষ্টি। স্ব‌স্তি পে‌ল ঝিনাইদহবা‌সী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button