অন্যান্য

দায়িত্ব নিলেন বিজিএমইএর প্রথম নারী সভাপতি রুবানা হক

ঝিনাইদহের চোখঃ

পোশাক রপ্তানিকারকদের সংগঠন শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের দায়িত্ব নিলেন রুবানা হকসহ নবনির্বাচিতরা। তিনি সংগঠনটির প্রথম কোনো নারী সভাপতি।

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর নতুন ভবনে ৩৬তম বার্ষিক সাধারণ সভার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত নেতারা।

বিজিএমইএর পরিচালক পদে গত ৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা অঞ্চলে ড. রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত-ফোরাম প্যানেল ২৬টি পরিচালক পদে সবগুলোতেই বিজয়ী হয়। এরআগে চট্টগ্রাম অঞ্চলের ৯টি পরিচালক পদেও একই প্যানেলের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

নির্বাচনে জয়ী পরিচালকরা হলেন- রুবানা হক, এস এম মান্নান, ফয়সাল সামাদ, মোহাম্মদ নাছির, আসিফ ইব্রাহিম, আরশাদ জামাল, এম এ রহিম, কে এম রফিকুল ইসলাম, মো. শহীদুল হক, মশিউল আজম, ইনামুল হক খান, মাসুদ কাদের, ইকবাল হামিদ কোরাইশী, নাছির উদ্দিন, কামাল উদ্দিন, সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, এ কে এম বদিউল আলম, মিরান আলী, মোহাম্মদ আবদুল মোমেন, মোশারফ হোসেন ঢালী, শিহাব উদ্দোজা চৌধুরী, মহিউদ্দিন রুবেল, শরীফ জহির ও নজরুল ইসলাম।

চট্টগ্রাম অঞ্চলের বিজয়ীরা হলেন- মোহাম্মদ আব্দুস সালাম, এ এম চৌধুরী, এ এম মাহবুব চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন,অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ মুছা ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা।

রুবানা হক মোহাম্মদী গ্রুপ ও নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র, বিজিএমইএ ও এফবিসিসিআইর সাবেক সভাপতি প্রয়াত আনিসুল হকের স্ত্রী।

রুবানা হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অ্যাকর্ডকে বাংলাদেশে থাকতে হবে বিজিএমইএ এর শর্ত মেনেই থাকতে হবে।

দায়িত্ব নেয়ার পর গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান এবং অতিরঞ্জিত কিছু না লেখার অনুরোধ করেন তিনি। শ্রমিকদের উন্নয়নে সবাইকে একসঙ্গে থাকারও আহ্বান জানান বিজিএমইএর সভাপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button