কালীগঞ্জমাঠে-ময়দানে

পৌর কাপ ফুটবল টুনামেন্ট’র বর্ণাঢ্য উদ্বোধন দেখলো কালীগঞ্জবাসি

সাবজাল হোসেন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
কালীগঞ্জে পৌর কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১’র উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সরকারী নলডাঙ্গা ভুষনস্কুল মাঠে বলে কিক মেরে চলতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার। এ উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু,উপজেলা নির্বাহি কর্মকর্তা সাদিয়া জেরিন।

এ টুর্নামেন্টে দেশি বিদেশী খ্যাতিমান ফুটবলার সমৃদ্ধ ৮ টি ঐতিহ্যবাহি দল অংশ গ্রহন করবে। বুধবার পড়ন্ত বেলায় স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশের সাথে খুলনা ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত এ খেলার বল গড়ানোর মধ্যদিয়ে চলতি মৌসুমের ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোষিত হলো। খেলায় কালীগঞ্জ ফুটবল একাদশ ২-০ গোলে শক্তিশালী খুলনা এসবি আলী ফুটবল একাডেমিকে পরাজিত করার মাধ্যমে শুভ সূচনা করে।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে অতিথিবৃন্দ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করার পর অভিজ্ঞ রেফারি বাঁশিতে ফুঁক দিয়ে খেলা শুরু হয়। শুরুতেই টান টান উত্তেজনা দেখা যায়।

দু’দলের খেলোয়াড়দের খেলায় আক্রমন আর পাল্টা আক্রমন দেখা গেলেও প্রথমার্ধের ঠিক ১২ মিনিটের সময় আক্রমন ভাগের বিপদজনক স্থানে বল পেয়ে স্বাগতিক দলের অধিনায়ক কায়েস বিপক্ষ ৪ জনকে টপকে বল বের করেন। এরপর হাওয়াই ভাসা বলে দুর্দান্ত পাস করে সতীর্থ রাব্বির মাথায় তুলে দেন। সাথে সাথে রাব্বি ভাসানো বলে মাথা লাগিয়ে বল জালে জড়িয়ে দেয়। তিনি প্রথম দিকেই গোল করে সমর্থকদের আনন্দে মাতান। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে শক্তিশালী খুলনা ফুটবল একাডেমি। কিন্ত তারা ১৭ মিনিটে একটি নিশ্চিত সুযোগ পেয়েও তা নষ্ট করে। আবার প্রথমার্ধের ৩২ মিনিটে স্বাগতিক দলের সেই অভিজ্ঞ কায়েসের বাড়ানো বলে আবার পা বাড়িয়ে দুর্দান্ত কিক দেন সেই রাব্বি। তার ২য় বারের আঘাতে ব্যবধান বেড়ে ২-০ হয়। বেশ স্বাচ্ছন্দবোধ করে স্বাগতিকেরা। কায়েস-রাব্বি জুটির এ আঘাতে একেবারেই মচকে যায়নি খুলনা। বৃষ্টিভেজা ভারি মাঠে মরিয়া হয়ে ওঠে খুলনা। কিন্ত কিছুক্ষন পরেই প্রথমার্ধের খেলা শেষ হয়।

বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বৃষ্টি ভেজা মাঠে উভয় দলের খেলোয়াড়রা খানিকটা পরিশ্রান্ত হয়ে ওঠে। কিন্ত ভারি মাঠ হলেও খুলনা ফুটবল একাডেমি বার বার আক্রমন সানাতে থাকে। কিন্ত লক্ষ্যভ্রষ্ট কিকে তাদের মন ভেঙেছে বারবার। বসে থাকেনি খোশ মেজাজে থাকা কালীগঞ্জও। দ্বিতীয়ার্ধের শেষ ভাগে ৪২ মিনিটে সেই বিপদজনক কায়েস আবার বল পান। তিনি সুবিধাজনক স্থানে বল পেয়েও ভেজা মাঠে নেওয়া কিক গোলপোষ্টের কিছুটা ওপর দিয়ে চলে যায়।একইভাবে পরের মিনিটেই তিনি আবার একইভাবে লক্ষ্যভ্রষ্ট সট দিয়ে বোঝান যে তিনি ক্লান্ত। অধিনায়কের পরিশ্রান্ত ভাব দলের অন্যরা ঠিকই পুশিয়ে দিয়েছেন। শেষ দিকে প্রতিপক্ষের সাড়াশি পাল্টা আক্রমন চিনের প্রাচীরের মত করে ঠেকিয়ে দেয় রক্ষণভাগের সতীর্থ নাইজেরিয়ান সামসি,ডাইমন্ড জুটি। কিছুক্ষন পরেই রেফারি রবিউল ইসলাম শেষ বাঁশি বাজিয়ে দিনের খেলা শেষ করেন। খেলায় সহকারী রেফারির দায়িত্বে ছিলেন জামাল, বেলাল ও মারুফ হোসেন (৪র্থ রেফারি)। খেলা শেষে কালীগঞ্জ দলের অধিনায়ক কায়েস ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেন।

এ টুর্ণামেন্টের মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করছে কালীগঞ্জ প্রেসক্লাব। খেলার ধারাভার্ষ্যে ছিলেন,খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত কুমার ভট্রাচার্য্য জানান, আগামী ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় টুর্ণামেন্টের ২য় খেলাতে অংশগ্রহন করবে শক্তিশালী বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমি ও বগুড়া রেইন ফুটবল গ্রæপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button