টপ লিডনির্বাচন ও রাজনীতি

ঝিনাইদহে ধানের শীষের প্রার্থীরা জামানত হারাচ্ছেন

ঝিনাইদহের চোখঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করায় জামানত হারাচ্ছেন ধানের শীষের তিন প্রার্থী ও হাতপাখা প্রতীকের এক প্রার্থী।

রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। নির্বাচন কমিশন সূত্র বলছে কোন প্রার্থী জামানত বাচাতে হলে পোলকৃত ১০০টি ভোটের বিপরীতে কমপেক্ষ .০৮টি ভোট পেতে হবে। সেই ক্ষেত্রে ঝিনাইদহের ৩টি আসনে ধানের শীষের প্রার্থী কেউ .০৮ ভোট পাননি।

ঝিনাইদহ ১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আব্দুল হাই ২,২২,০৩৫ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এডভোকেট আসাদুজ্জামান পেয়েছেন ৬,৬৬৮ ভোট।

ঝিনাইদহ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক তাহজীব আলম সিদ্দিকী সমি ৩,২৫,৮৮৬ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক ফকরুল ইসলাম পেয়েছেন ৯,২৯৩ ভোট।

ঝিনাইদহ ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের শফিকুল আজম খান চ ল ২,৪২,৫৩২ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের জামায়াত নেতা মতিয়ার রহমান পেয়েছেন ৩২,২৪৯ ভোট।

ঝিনাইদহ ৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আনোয়ারুল আজিম আনার ২,২৬,৩৯৬ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৯,৫০৬ ভোট।

নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, কোন আসনে বৈধ ভোটের বিপরীতে শতকরা .০৮ শতাংশ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button