অন্যান্য

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ

ঝিনাইদহের চোখ ডেস্ক: এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য পরীক্ষা কেন্দ্রের দু’শ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ থাকতে পারবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিন পুলিশ (ডিএমপি)।
বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে এই আদেশ জারি করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বলা হয়েছে, শনিবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা চলাকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ (দুইশ’) গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপি এই আদেশ জারি করেছে। এই আদেশ ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button