প্রবাসে ঝিনাইদহ

সন্তানের খুশিই তো বাবা-মায়ের খুশি–তরিকুল ইসলাম মিঠু

ঝিনাইদহের চোখঃ

নিউইয়র্কে আজ সোমবার জুন ০৩ । এখন সন্ধ্যা ৬:৩০ টা বাজে। আগামীকাল মঙ্গলবার ০৪ তারিখ এখানে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।আজকের রাত তাই নিউইয়র্কের বাঙ্গালী এবং মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে “চাঁদ রাত”হিসেবে পরিচিত।

আজ সবাই জেগে থাকবে অনেক রাত পর্যন্ত। আগামীকাল ঈদ উদযাপনের জন্য নানারকম আয়োজন চলছে।কুইন্সের ব্যস্ততম জ্যাকসন হাইটস এলাকায় রাস্তার দুই পাশে চেয়ার এবং ছোট ছোট ফোল্ডিং টেবিল নিয়ে বসেছে মেহেদী সাজানো মেয়েরা।

এসব মেয়েদের বেশীরভাগই স্কুল বা কলেজ পড়ুয়া বাংলাদেশী বংশোদ্ভুত মেয়ে।ঈদের আগের রাতে তারা মানুষের হাতে মেহেদী পরিয়ে জোগাড় করছে ঈদের হাতখরচ।বিভিন্ন বয়সী মেয়ে ও শিশুরা দলে দলে মেহেদী পরতে আসছে তাদের কাছে। এক হাত সাজাতে ৫ থেকে ১০ ডলার এবং দুই হাতের জন্য ১০ থেকে ২০ ডলার করে নিচ্ছে তারা। তবে বাড়তি হিসেবে অনেকেই অতিরিক্ত ২/৫ ডলার বকশিস দিয়ে যাচ্ছে।

আমার মেয়েকে এনেছি মেহেদী পরাতে। শান্ত শিষ্ট হয়ে মেহেদী পরছে।সে অত্যন্ত খুশি, আর সন্তানের খুশিই তো বাবা-মায়ের খুশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button