ধর্ম ও জীবন

যে ৪ গুণে নিজেকে বিশেষ বান্দায় পরিণত করবেন

ঝিনাইদহের চোখঃ

আল্লাহর নির্দেশ পালনে মুখলিস তথা একনিষ্ঠ ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর বিধান পালনের মাধ্যমে ইবাদতে নিজেকে নিয়োজিত করে। ব্যক্তি জীবনে বিলাসিতা বর্জন করে। ধন-সম্পদের অহমিকা থেকে দূরে থাকে।

আল্লাহর মুখলিস তথা পছন্দনীয় ব্যক্তি হতে হলে চারটি কাজ করা জরুরি। হজরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি সে চারটি গুণ গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। আর তাহলো-

> যারা ইবাদত-বন্দেগি তথা আল্লাহর বিধান পালনে দুনিয়ার জীবনের আরাম আয়েশ থেকে নিজেদের বিরত রাখে।
> নিজের কাছে গচ্ছিত কিংবা নিজের উপার্জিত ধন-সম্পদ কম-বেশি যা-ই থাকুক না কেন, তা থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করে।
> দুনিয়ার কোনো কারণে নিজের সম্মান ও মর্যাদা বিনষ্ট হলে তাতে অসন্তুষ্ট না হয়ে খুশি থাকে।
> নিজের ব্যাপারে মানুষের প্রশংসা কিংবা তিরস্কার সবই যার কাছে সমান।

কোনো ব্যক্তির দুনিয়া ও পরকালের জীবন সুন্দর এবং নিরাপদ করার জন্য উল্লেখিত গুণগুলোর বিকল্প নেই। সুতরাং আরাম-আয়েশ থেকে বিরত থেকে অহংকারহীন সাধারণ জীবন-যাপনের মাধ্যমে আল্লাহর বিশেষ বান্দায় নিজেকে তৈরি করা জরুরি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সাধারণ জীবন-যাপনের মাধ্যমে দুনিয়ার স্বচ্ছতা ও পরকালের সফলতা দান করুন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button