জানা-অজানা

স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করবেন কীভাবে?

ঝিনাইদহের চোখঃ

স্মার্টফোনের সবচেয়ে ঝামেলার কাজ হলো সফটওয়্যার আপডেট। আজ আপনাকে জানাব অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ভার্সন আপডেট করার পদ্ধতি –

আপনাদের ফোন যদি স্যামসাং, ওয়ানপ্লাস, শাওমি, নোকিয়া হয় তাহলে এই পদ্ধতিগুলো কাজ করবে।

১. আপনার ফোনের settings অপশনে যান।

২. বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস খোলার পর উপরে সার্চ অপশন থাকে। ওখানে গিয়ে টাইপ করুন update. এখানেই ফোনের সিস্টেম আপডেট সম্পর্কে তথ্য পাবেন।

৩. ওই system update অপশনে ক্লিক করুন।

৪. এরপর ক্লিক করুন check now বা check for updates অপশনে।

৫. এখানে আপনার ডিভাইসের আপডেট থাকলে নোটিফিকেশন দেওয়া থাকবে। যদি থেকে থাকে তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করুন। এমনিতেই সেটি ইন্সটল হতে থাকবে। আপডেট হয়ে যাওয়ার পর আপনাদের ডিভাইসটি অনেকবার রিস্টার্ট নিতে পারে। এতে ভয়ের কোনো কারণ নেই।

যদি স্টেপ ৪ এরপর হ্যান্ডসেটটিতে কোনো পরিবর্তন না হয় তাহলে মনে করবেন ডিভাইসটি ম্যানুফ্যাকচারের মাধ্যমে আপডেটেড হয়ে লেটেস্ট ভার্সন এ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button