পাঠকের কথা

সময়ের অবক্ষয়—-সালমা ইসলাম

ঝিনাইদহের চোখঃ

কেন এত অভিমান
তোমাকে ভুলি নাই, ভুলে যেতে হয়,
এটা সময়ের অবক্ষয়।
ব্যস্ততারা আমাকে টেনে হেঁচড়িয়ে নিয়ে যায় গন্তব্যের দিকে, আমি অবিরাম ছুটি নিত্য দিনে,ইচ্ছা, অনিচ্ছার বুকে পদচিহ্ন ফেলে,
কত চন্দ্রপক্ষ যায় চলে,
আমি পড়ে রই কৃষ্ণপক্ষে।

একটা শতাব্দী পেরিয়ে আমি আরেক শতাব্দীকে আলিঙ্গন করেছি এভাবেই
তুমি যা ভাবছ সবইটা ঠিক নয়,
হয়ত কিছুটা আমি ভুলে গেছি
কালের পরিক্রমায় সময়ের আর্বতনে।

তোমার মত এখন আর আমার অভিমান হয়না, যুগের করাল গ্রাসে আমার প্রেম, ভালোবাসায় অবক্ষয়ে ধরেছে,
আবেগ, বিষাদ, অনুশোচনা, অনুতাপ আমাকে ছেড়ে চলে গেছে,
আমি এখন একবিংশ শতাব্দীর ভার্চুয়াল ও যান্ত্রিক মানবী।

আমি এখন এক পূনবতী নারী
আমি বিদিশার কালো আঁধারে জ্বলজ্বল করে জ্বলি,
আমাকে কেউ এখন আর অবলা নারী বলে ভাবে না, আমি আমার জাগ্রত চেতনায় চলি, আমি রাত দিনের পার্থক্য বুঝি।
তবে আমি ভালোবাসাতে জানি
গতানুগতিক সবার মত মাত্রাতিরিক্ত না
বলছি না তোমাকে,
আমি এ যুগের ভার্চুয়াল নারী।

নিছক অভিমান কেন
সময়ের সাথে সাথে সবাইকে এভাবেই
বদলিয়ে যেতে হয়, হয়তো তুমিও একদিন বদলে যাবে রাহুর গ্রাসে, অন্য সবার মত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button