কোটচাঁদপুর

ঝিনাইদহে কৃষকের স্বপ্ন ছাই

সুমন মালাকার, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে কয়েকজন কৃষকের প্রায় ৫ বিঘা জমির পানসহ বরজ পুড়ে ছাই হয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

সোমবার বেলা ৩ টার দিকে উপজেলার সাফদারপুরের দতিয়ারকুঠি গ্রামের একটি মাঠে পানের বরজে এ আগুনের ঘটনা ঘটে।

জানাযায় দতিয়ারকুঠি গ্রামের মাঠে কৃষকের কয়েক’শ বিঘা জমিতে পানের বরজ রয়েছে। সোমবার দুপুর ৩ টার দিকে একটি পানের বরজে আকস্মিক দাউ দাউ করে আগুন জ¦লে উঠে। এতে পাশাপাশি পানের বরজের মালিক কৃষক আসাদ, আব্বাস, নজরুর, আশরাফুল ইসলাম ও জয়দত্তের প্রায় পাচঁ বিঘা পানের বরজের পানসহ বরজ পুড়ে ছাই হয়ে যায়।

আগুন লাগার খবর জানতে পেরে দতিয়ারকঠি ও পাশ্ববর্তী জীবননগর উপজেলার রায়পুর সহ আশপাশের লোকজন এক সাথে ছুটে এসে পানি দিয়ে প্রায় দেড় ঘন্টায় আগুন নিভাতে সক্ষম হয়।

খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস ও জীবননগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে।

ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, এলাকার লোকজন সম্মিলিত ভাবে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে না আনলে অনন্ত কয়েক’শ বিঘা জমির পানের বরজ পুড়ে যেত।

কোটচাঁদপুর ফায়ার সার্ভিস অফিসের তথ্য মতে জানাযায় কেউ শয়তানি করে বিড়ির আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে। এ আগুনের সুত্রপাত হতে পারে।

তবে স্থানীয় সূত্রে জানাযায়, বরজে কাজ করার সময় নছিমন (প্লাসিটক) দড়ি গ্যাস লাইটের আগুন দিয়ে পোড়ানোর সময় অসাবধানতা বশত আগুন বরজে লেগেই এ ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button