ঝিনাইদহ সদর

কোন ধরনের চাঁদাবাজী বরদাশত করা হবে না-এসপি হাসানুজ্জামান

#ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান বলেছেন ঈদুল আজহায় গরুর গাড়ীতে ও হাটে কেহ যদি চাঁদাবাজি করে বেধে রেখে পুলিশকে খবরদিন। ঝিনাইদহ জেলায় এবার ২৭টি গরুর হাট বসবে। রোববার দুপুরে জেলার সকল গরুর হাটের ইজারাদারদের সাথে মতবিনিময সভায় এ কথা বলেন। সদরে ৭টি, শৈলকুপায় ৮টি, হরিণাকুন্ডেু ৩টি, কালীগঞ্জে ৩টি, কোটচাঁদপুরে ২টি ও মহেশপুরে ৪টি গরুর হাট বসবে। জাল নোট সনাক্তকরনে মেশিন বসানো, অতিরিক্ত টোল আদায়, এক হাটের পশু অন্য হাটে নেওয়া সহ ১৬টি বিষযে আলোচনা হয় বলে তিনি আরো জানান। গরুর হাটের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে ইজারাদারদের পুলিশ সুপার আশ্বস্থ করেন।ইজারাদাররাও সব ব্যাপারে একমত হয়। মতবিনিময সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসানুজ্জামান, এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, (হেডকোয়াটার্স) তারেক আল মেহেদি, সদর থানার ওসি মিজানুর রহমান খাঁন, ডিবি ওসি আনোয়ার হোসেন, ডিএসবি ওসি আতিকুর রহমানসহ হাট ইজারাদার ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button