ক্যাম্পাসহরিনাকুন্ডু

হরিণাকুন্ডুতে মিড-ডে মিল কর্মসূচী চালু

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ অর্থায়নে মিড-ডে মিল কর্মসূচী পালিত হয়েছে।

https://www.youtube.com/watch?v=_8M0Y1_0NQ0

বুধবার উপজেলার চিথলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।

বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে সরকারের মিড ডে মিল কর্মসূচীর অংশ হিসেবে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার নিজ অর্থায়নে ঐ বিদ্যালয়ের ১৬৪ জন শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসময় শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খান। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম. আব্দুর রহমান, সমহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহামুদ হাসান , হরিণাকুন্ডু প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক এইচ. মাহবুব মিলু , স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শুভঙ্কর বিশ্বাস, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছন্টু বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাফেদুল হক সুমন , বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানোয়ার হোসেন সহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারের এ কর্মসূচি সফল করার লক্ষে সমাজের বিত্তবান মানুষদেরকে নিজেদের পারিবারিক বভিন্ন অপ্রয়জনিয় অনুষ্ঠানের পরিবর্তে কোমলমতি শিক্ষার্থীদের মিড-ডে মিল কর্মসূচীতে শরীক হওয়ার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button