জানা-অজানাঝিনাইদহ সদর

ঝিনাইদহে করোনায় নতুন আক্রান্ত ২১

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে সখিনা খাতুন (৪০) ও বৃদ্ধা মমতা রাণী সাহা (৮৪) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার ও সোমবার পৌর এলাকার কবিরপুরে এঘটনা ঘটে। মৃত গৃহবধূূ ওই গ্রামের আব্দুর রশীদের স্ত্রী ও বৃদ্ধা ডাঃ অলোক কুমার সাহার মাতা। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার কুষ্টিায়া ল্যাব হতে ৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ২১ টি নমুনার রিপোর্ট পজেটিভ আসে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন জানান, গৃহবধূ সখিনা করোনা উপসর্গ নিয়ে শৈলকুপা হাসপাতাল ও বৃদ্ধা মমতা রানী সাহা ঝিনাইদহ সদর হাসপাতাল করোনা ইউনিটে ভর্তি ছিল। রোববার সকালে গৃহবধূর অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেলে রের্ফাড করা হয়। পরে দুপুরের দিকে তার মৃত্যু হয়। অপরদিকে বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয়। উভয়ের শরীরে জ¦র, সর্দি ও শ^াসকষ্ট উপসর্গ ছিল।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনায় আক্রান্ত মৃত দুই নারীর লাশ ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটি দাফন ও সৎকার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button