মাঠে-ময়দানে

ঝিনাইদহে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কাঞ্চননগর

এলিস হক, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহে শেষ হয়েছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনুর্দ্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। শনিবার সকালে শহরের বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ৮৯ রানে মহেশপুর সরকারি বালক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে। ওয়ানডে ভিত্তিতে এ খেলায় টসে জিতে ব্যাটিং করে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে। ৪০ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে তারা অর্জন করে ১২২ রান। পরে মহেশপুর সরকারি বালক বিদ্যালয় ব্যাটিংয়ে এসে ২০ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে অর্জন করে ৩৩ রান।

বিকেলে খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস। এসময় কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, বিসিবির কোচ ফরহাজুর রেজা মুন্না, জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী শহিদুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন। গত ১৩ জানুয়ারি উদ্বোধন করা হয় এ প্রতিযোগিতার। এতে জেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button