ক্যাম্পাস

ঝিনাইদহে বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন

ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহীদুল ইসলাম, কালীগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক আসগর আলী, মজনু মজুমদার, উপ-সহকারী প্রশিক্ষক নাজিম উদ্দিন, ছাত্র সিপন আহমেদ ও ছাত্রী শিনা আক্তার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় প্রায় ৫৮ হাজার টাকায় নির্মিত বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন করা হয়। এতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে-কলমে বায়োগ্যানসের নির্মাণ ব্যবহার সম্পর্কে ধারনা পাবে। সেই সাথে উৎপাদিত গ্যাস শিক্ষার্থীদের ক্যান্টিনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button