শৈলকুপা

ঝিনাইদহে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের শৈলকুপায় পহেলা বৈশাখ ১৪২৬ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন,দুধসর ইউপি চেয়ারম্যান সায়ুব আলী জোয়ার্দ্দার, ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মুত্তালিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, যুব কর্মকর্তা মিজানুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোজাম্মেল হক, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, দুদকের আব্দুল ওহাব,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান সাচ্চু,কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংস্কৃতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপি নানা কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যেই এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button