ধর্ম ও জীবন

অধিকাংশ ব্যক্তি সম্পর্কে যা বলা হয়েছে আল কুরআনে

ঝিনাইদহের চোখঃ

অধিকাংশের দোহাই দেওয়া এসমাজের লোকদের একটা রোগে পরিনত হয়েছে। যেমন কেউ কেউ বলে এত লোক, এত হুজুর সবাই কী ভুল করে? কিছু ইসলামী দলতো তো বার বার ধোঁকা দেখেও অধিকাংশের রায় নিয়ে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান।

অথচ তারা একটু ভেবে দেখে না এটা একটা প্রহসন, শয়তানের হাতিয়ার। আল্লাহ তা’আলার আইনের কথা যারা বলে তারা আল্লাহ্‌র দেখানো আইনের বিরুদ্ধে চলে! দেখুন অধিকাংশ সম্পর্কে আল্লাহ পাকের একটা আয়াতই যথেষ্ট ছিল। তথাপিও কথাটা কুরআন ঘুরে ঘুরে বলে তবুও আমাদের বোধগম্য হচ্ছে না।

১। অধিকাংশই বিশ্বাস করে না। (২/সূরা আল বাক্বারাহ, ১০০)

২। মানুষের মধ্যে অধিকাংশই নাফরমান। (৫/সূরা আল মায়েদা, ৪৯)

৩। তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি নেই। (৫/সূরা মায়েদাহ, ১০৩)

৪। কিন্তু তাদের অধিকাংশই জানে না। (৬/সূরা আল আনআম, ৩৭)

৫। কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। (৬/সূরা আল আনআম, ১১১)

৭। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। (৭/সূরা আল আ’রাফ, ১৭)

৮। আর তাদের অধিকাংশ লোককেই আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারীরূপে পাইনি; বরং তাদের অধিকাংশকে পেয়েছি হুকুম অমান্যকারী। (৭/সূরা আল আ’রাফ, ১০২)

৯। অধিকাংশই জানে না। (৭/সূরা আল আ’রাফ, ১৩১)

১০। কিন্তু তাদের অধিকাংশই সে বিষয়ে অবহিত নয়। (৮/সূরা আল আনফাল, ৩৪)

১১। তাদের অধিকাংশ প্রতিশ্রুতি ভঙ্গকারী। (৯/সূরা আত তাওবাহ, ৮)

১২। তাদের অধিকাংশই শুধু আন্দাজ-অনুমানের উপর চলে, অথচ আন্দাজ-অনুমান সত্যের বেলায় কোনো কাজেই আসে না।

১৩। বরং তাদের অধিকাংশই সত্য জানে না; অতএব তারা টালবাহানা করে। (২১/সূরা আম্বিয়া, ২৪)

১৪। তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। (২৩/সূরা আল মুমিনূন, ৭০)

১৫। আপনি কি মনে করেন যে, তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো চতুস্পদ জন্তুর মত; বরং আরও পথভ্রান্ত। (২৫/সূরা আল ফুরকান, ৪৪)

১৬। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। (২৬/সূরা আশ শো’আরা, ৮)

১৭। তাদের অধিকাংশই মিথ্যাবাদী। (২৬/সূরা আশ শো’আরা, ২২৩)

১৮। তাদের অধিকাংশই জানে না। (২৭/সূরা নমল, ৬১)

১৯। কিন্তু তাদের অধিকাংশই জানে না। (২৮/সূরা আল কাসাস, ৫৭)

২০। কিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না। (২৯/সূরা আল আনকাবুত, ৬৩)

২১। তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। (৩০/আর রূম, ৬)

২২। তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। (৩১/সূরা লোকমান, ২৫)

২৩। তাদের অধিকাংশের জন্যে শাস্তির বিষয় অবধারিত হয়েছে। সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না। (৩৬/সূরা ইয়াসীন, ৭)

২৪। তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল। (৩৭/সূরা আস সাফফাত, ৭১)

২৫। অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনে না। (৪১/সূরা হামীম সেজদাহ, ৪)

২৬। আমি তোমাদের কাছে সত্যধর্ম পৌঁছিয়েছি; কিন্তু তোমাদের অধিকাংশই সত্যধর্মে নিস্পৃহ! (৪৩/সূরা যুখরুফ, ৭৮)

২৭। আপনি বলুন, আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন, অতঃপর মৃত্যু দেন, অতঃপর তোমাদেরকে কেয়ামতের দিন একত্রিত করবেন, যাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না। (৪৫/সূরা আল জাসিয়া, ২৬)

২৮। অধিকাংশই অবুঝ। (৪৯/সূরা আল হুজরাত, ৪)

২৯। সুতরাং, আপনি কি মনে করেন তাদের অধিকাংশ শুনে অথবা বুঝে? তারা চতুষ্পদ জন্তুর মতো বরং আরও পথভ্রান্ত। (২৫:৪৪)

৩০। অধিকাংশই জানে না। (৩৪:২৮,৩৬)

৩১। তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেল, শৈথিল্যপরায়ণ। (সূরা আল আ’রাফ:১৭৯)

৩২। বস্তুত তারা অধিকাংশই অনুমানের উপর চলে। (১০:৩৬)

৩৩। তারা আল্লাহর আয়াতকে বানচাল করার চেষ্টা করে। (সাবা ৫)

৩৪। তারা আল্লাহর আয়াত নিয়ে বিতর্ক করে (৪০:৩৫,৫৬)

৩৫। কাফেররাই আল্লাহর আয়াত নিয়ে বিতর্ক করে। (৪০:৪)

৩৬। অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সাথে শিরিকও করে। (সূরা ইউসুফ- ১০৬)

৩৭। সুতরাং অধিকাংশের কথা মতো চলো তা হলে তারা তুমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। (সূরা আনআম- ১১৬)

৩৮। এরাই তারা যারা কুরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে ফুরকান ৩০। (সূরা ইউনুস/১০, ৩৬)

৩৯। কিন্তু অধিকাংশ লোক তা জানে না। (১২/সূরা ইউসুফ, ২১)

৪০। অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়। (১২/সূরা ইউসুফ, ৬৮)

৪১। আপনি যতই চান না কেন, অধিকাংশই বিশ্বাসী নয়। (১২/সূরা ইউসুফ, ১০৩)

৪২। অধিকাংশ মানুষ আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। (১২/সূরা ইউসুফ, ১০৬)

৪৩। অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না। (১৩/সূরা রাদ, ১)

৪৪। তারা আল্লাহর অনুগ্রহ চিনে, এরপর অস্বীকার করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ। (১৬/সূরা নাহল, ৮৩)

৪৫। তাদের অধিকাংশ লোকই জানে না। (১৬/সূরা নাহল, ১০১)

৪৬। কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি। (১৭/সূরা বনী ইসরাঈল, ৮৯)

লেখক : মুরাদ বিন আমজাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button