ধর্ম ও জীবন

মক্কায় স্থানীয় ক্যাটারিং থেকে একবেলা খাবার গ্রহণ বাধ্যতামূলক

ঝিনাইদহের চোখঃ

আসন্ন হজে মক্কায় অবস্থানকালে বাংলাদেশি হজযাত্রীদেরকে কমপক্ষে একবেলা দুপুর অথবা রাতের খাবার স্থানীয় ক্যাটারিং থেকে নিতে হবে। এজন্য স্থানীয় ক্যাটারিং কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য বিভিন্ন হজ এজেন্সিকে অনুরোধ জানিয়েছে সৌদি সরকারের প্রতিমন্ত্রী এবং মক্কার দক্ষিণ এশিয়া মুয়াল্লেম সংস্থা।

জেদ্দার কাউন্সিলর মো. মাসুদুর রহমান ১৯ মার্চ ধর্ম মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।

চলতি বছরে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী সকল হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রী ও মোনজ্জেমদের তথ্য সৌদি ই-হজ সিস্টেমে এন্ট্রির জন্য আগামী ৪ এপ্রিলের মধ্যে তথ্যাদি জেদ্দার কাউন্সিলরের কাছে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

উল্লেখ্য, চলতি বছর হজের কোটার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সরকারি ব্যবস্থাপনায় সর্বমোট কোটা ৭ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর কোটা ৬ হাজার ৮১৬ জন।

বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ১ লাখ ২০ হাজার জন। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর কোটা ১ লাখ ১৬ হাজার ৭৪৬ জন। বেসরকারি ব্যবস্থাপনায় গাইড ও মোয়াজ্জেনের কোটা ৩ হাজার ২৫৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button