অন্যান্য

যে কারণে স্বপ্ন পুরোটা দেখার আগেই ঘুম ভেঙে যায়

বলা হয়, স্বপ্ন নাকি কোন দিনই পূরণ হয় না। অর্থাৎ একটি ব্যাখ্যা হল, স্বপ্ন কখনওই সম্পূর্ণ হয় না। স্বপ্নে কোন ঘটনাক্রম তার উপসংহারে আসার আগেই ঘুম ভেঙে যায়।

একটি নয়, এমন অসম্পূর্ণ স্বপ্ন-দর্শনের নেপথ্যে সক্রিয় একাধিক কারণ। প্রথমত, আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি। ঘুমালে অনিবার্যভাবে ঘুম ভাঙবে। ঘুম যত পাতলা হতে থাকে, ততই ঘুম থেকে ওঠার বিষয়টি মনের গহীনে উঁকিঝুঁকি দিতে থাকে। একদিকে স্বপ্ন, অন্যদিকে বাস্তবের টানাপোড়েন শুরু হয়। এই অবস্থায় স্বপ্ন ক্রমশ ফিকে হতে শুরু করে। সেই কারণেই স্বপ্ন পুরোপুরি দেখা যায় না।

দ্বিতীয় একটি ব্যাখ্যায় বলা হয়, চোখের র‌্যাপিড আই মুভমেন্ট বা আরইএম এর জন্য দায়ী। ঘুম ভাঙার ঠিক আগের মুহূর্তের আরইএম সবথেকে দীর্ঘ হয়। আরইএম সাইকেলে স্বপ্ন দেখা সম্ভব নয়। অর্থাৎ সেই ধোঁয়াশাপূর্ণ ক্ষেত্র যেখানে স্বপ্ন আর বাস্তবের সীমারেখা রীতিমতো ধূসর। ফলে স্বপ্নের একেবারে শেষের অংশ ক্রমশ মস্তিষ্ক থেকে বেরিয়ে যেতে থাকে। এই কারণেই কোন স্বপ্নের শেষটা কারও পক্ষে দেখা সম্ভব হয় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button