টপ লিডহরিনাকুন্ডু

হরিণাকুণ্ডুতে অবৈধ মটরযান নির্মাণ ও মাস্ক পরিধান না করায় জরিমানা

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডু পার্বতীপূর বাজারে মঙ্গলবার বিকালে মাস্ক পরিধান বাধ্যতামূলক আইন সহ অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য সংরক্ষণ ও ওজনে কারচুপি করায় ছয়টি মামলা সহ ছয় জন ব্যক্তির নিকট থেকে নগদ ৪৯০০/- টাকা জরিমানা আদায় এবং গত সোমবার সকালে অবৈধভাবে লাটাহাম্বার ও মিনি ট্রাক (স্যালো ইঞ্জিনচালিত) তৈরির অপরাধে টুলু লেদের ইউনুচ আলী নামে একব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে নগদ অর্থ জরিমানা করলেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ।

ইউনুচ আলী পৌরসভার আদর্শপাড়া এলাকার মৃত- জইরুদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকালে হরিণাকুণ্ডু লেদ ও গ্যারেজপট্রিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইনে অনুমোদনহীন স্থানীয় যান তৈরির অপরাধে ইউনুস আলীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

একই সময়ে শহরের জেলা পরিষদ ডাকবাংলো মোড়ে মাস্ক পরিধান বাধ্যতামূলক নিশ্চিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ফারুক হোসেন নামের এক কসমেটিক্স ব্যবসায়ীকে পাঁচ‘শ টাকা জরিমানা করেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা ।

দুইদিনে ভ্রাম্যমান আদালতে মোট আটটি মামলা সহ নগদ ত্রিশ হাজার চারশত টাকা জরিমানা আদায় করা হয় । এসকল সময় হরিণাকুণ্ডু থানার এসআই বিশ্বজিৎ পাল ও এসআই আব্দুল মতিন সহ পুলিশ সদস্যরা সহায়তা করে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button