জানা-অজানা

ঝিনাইদহ পুলিশ লাইন্সে ১৫ প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করেন এসপি

ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহ পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার বিকেলে জেলা পুলিশ এর আয়োজনে এ সময় পুলিশ লাইন্সের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

জেলা পুলিশ জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে মুজিব শত বর্ষ- ২০২০ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশ ব্যাপী এককোটি চাঁরা রোপণের কর্মসূচি অংশ হিসেবে ১৫ প্রকার ৫শত টি বৃক্ষ রোপণ করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। ঝিনাইদহ সদর থানা, পুলিশ লাইন্স, তদন্তকেন্দ্র, বিভিন্ন পুলিশ ক্যাম্পে এসব বৃক্ষ রোপণ করা হয়।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম জানান, মুজিব শতবর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে ঝিনাইদহ জেলা পুলিশ বিভিন্ন ফলজ বৃক্ষ যেমন- আম, লিচু, কমলালেবু, মাল্টা, কাগজী লেবু,সহ প্রায় ১৫ প্রকার বৃক্ষ রোপণ করেছি। তিনি চায়না থ্রি হাঁড়িভাঙ্গা বৃক্ষ রোপণ করেছেন ঝিনাইদহ পুলিশ লাইনে।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ ,ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ওসি ডিবি আনোয়ার হোসেন ,সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এমদাদুল হক সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button