নির্বাচন ও রাজনীতি

মার্চ থেকে উপজেলা নির্বাচন, সদরে ভোট ইভিএমে

ঝিনাইদহের চোখঃ নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ অনুযায়ী উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে উপজলো সদরগুলোতে ইভিএমে ভোট হবে।’

সোমবার নির্বাচন কমিশন ভবনে ৪২তম কমিশন সভা শেষে প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিশনার মাহবুব তালুকদার ছাড়া সবাই উপস্থিত ছিলেন। মাহবুব তালুকদার চিকিৎসার জন্য ভারত গেছেন।

এ সময় সচিব বলেন, ‘পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ অনুযায়ী ভোটগ্রহণ করা হবে। যেহেতু এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা, সামনে পবিত্র রমজান এ তিনটি বিষয় মাথায় রেখে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে আমরা সব তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারব। এর মধ্যে সদর উপজেলাগুলোয় ইভিএম ব্যবহারের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সদর উপজেলার পুরোটাই ইভিএমে ভোটগ্রহণ হবে।’

সচিন বলেন, ‘উপজেলা নির্বাচন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রশাসনিক বিভাগ অনুযায়ী আগে ভাগে অন্যান্য বিভাগ থেকে পূর্ণতা পাবে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে। আর যেগুলো পরবর্তীকালে পূর্ণতা পাবে, সেগুলো গুচ্ছ আকারে পরবর্তীকালে নির্বাচন করব। আমরা আশা করছি, আট বিভাগে চার ধাপে আর যেগুলো পরবর্তীতে মেয়াদপূর্ণ করবে, সেগুলো একসঙ্গে করব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button