ঝিনাইদহ সদরটপ লিড

ঝিনাইদহে জোরপূর্বক ঋনের কিস্তি আদায়/এনজিও ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহে জোরপূর্বক ঋনের কিস্তি আদায় করার অভিযোগে সিএসএস (খৃষ্টান সার্ভিস সুসাইটি) নামের একটি এনজিওর ম্যানেজার মৃনাল বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকেল ৩ টার দিকে জেলা শহরের পাগলাকানাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: কামরুজ্জামান ও এসএম রকিবুল হাসান যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। ঋনের কিস্তি জোর করে আদায় করার অভিযোগে অত্রাঞ্চলে এই প্রথম ভ্রাম্যমান আদালত পরিচালনা করার ঘটনা ঘটলো।

সংশ্লিষ্ট আদালত সুত্র জানায়, করোনা মাহামারির মধ্যে এনজিওদের ঋনের কিস্তি আদায় করার বিষয়ে সরকার থেকে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সরকারের সর্বশেষ নির্দেশ মোতাবেক এনজিওদের কাছ থেকে নেওযা ঋন জোর করে কারো কাছ থেকে আদায় করা যাবেনা। অথচ বিভিন্ন এনজিও প্রকাশ্যে ঋনের কিস্তি আদায়ের কাজটি করে আসছে। এতে করে নিন্ম মধ্যবিত্ত আয়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়ছেন। অনেকে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

একই সুত্র জানায় সিএসএস নামের এনজিওর লোকজন জেলা শহরের বিভ্ন্নি পাড়া মহল্লা এবং গ্রামাঞ্চলে ঋন গ্রহিতারদের কাছ থেকে হুমকি ধামকি নানা ভয়ভীতি প্রদর্শন করে সাপ্তাহিক ও মাসিক কিন্তি আদায় কর আসছে। এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে ওই এনজিওর স্থানীয় অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় অভিযোগের সত্যতা হাতে নাতে প্রমাণিত হয় এবং অভিযুক্ত সিএসএস এনজিওর ঝিনাইদহ ব্রাঞ্চ ম্যানেজার মৃনাল বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: কামরুজ্জামান ও এসএম রকিবুল হাসান। অপর অভিযুক্ত একই এনজিওর আঞ্চলিক ম্যানেজার মো: হাবিবুর রহমান ক্ষমা প্রার্থনা করায় ভ্রাম্যমান আদালতের বিচারকগণ শেষ বাবের মত তাকে সর্তক করেন ।

এ বিষয়ে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেছেন, জোর করে হুমকি ভয়ভীতি প্রদর্শন করে এনজিও ঋনের কিস্তি আদায় কিংবা কাওকে হয়রানী করা সর্ম্পূন বে-আইনি। কেও করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button