কোটচাঁদপুর

ঝিনাইদহে ১৩০ টাকার ঔষুধ ১৮০ টাকা, টাকা পেলেন ভ্যান চালক!

#ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ঔষধ ফার্মেসীতে মূল্য অতিরিক্ত নেওয়ার অভিযোগে জেলা ভোক্তাঅধিকারের অভিযানে ২টি ফার্মেসীতে ৩০হজার ও অপর একটি ফার্মেসীতে মেয়াদবিহীন ঔষধ রাখার দায়ে ১২ হাজার টাকা জনিমানা আদায় করা হয়েছে।

সোমবার সকালে শহরের হাসান ফার্মেসী এবং হাসপাতাল এলাকার সরদার ও আলামপুর ফার্মেসীতে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

পরে ভুক্তভোগী উপজেলার তালশার বাজার পাড়ার জয়নাল আবেদীনের ছেলে ভ্যান চালক নজরুল ইসলামের হাতে জরিমানার ২৫% হিসাবে সাড়ে সাত হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের সহঃ পরিচালক সুচন্দন মন্ডল, ঝিনাইদহ জেলা ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহঃ পরিচালক সুচন্দন মন্ডল জানান, ভ্যান চালক নজরুল ইসলাম গত ২৭ তারিখে অভিযুক্ত সরদার ফার্মেসী থেকে নিউমনিয়ায় আক্রান্ত সন্তানের জন্য ঔষধ ক্রয় করেন। যার মূল্য ১৩০ টাকা হলেও ভ্যান চালক নজরুলের কাছ থেকে ১৮০ টাকা নেওয়া হয়। পরবর্তিতে নজরুল ফার্মেসীর রশিদসহ ভোক্তা অধিকার সংরক্ষণের কাছে লিখিত অভিযোগ করেন। যার প্রেক্ষিতে আজ (সোমবার) সকালে অভিযান চালিয়ে সরদার ফার্মেসীকে ১০ হাজার টাকা জনিমানা করা হয়। অন্যদিকে একই ঔষধ শহরের হাসান ফার্মেসীতে নিতে গেলে অতিরিক্ত মূল্য নেওয়ার সময় হাতে-নাতে ধরা হয়।

এতে হাসান ফার্মেসীকে ২০ হাজার এবং মেয়াদবিহীন ২০১৫,২০১৬,২০১৮ সালের ঔষধ রাখার দায়ে আলামপুর ফার্মেসী থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button