টপ লিডশৈলকুপা

ঝিনাইদহের একই স্থানে আ’লীগের দু’পক্ষের নির্বাচনী সমাবেশ প্রশাসনের নিষেধাজ্ঞা

ঝিনাইদহের চোখ ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় একই স্থানে একই সময়ে আওয়ামীলীগের দুই পক্ষের নির্বাচনী সমাবেশ ডাকায় জেলা প্রশাসনের নির্দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মাইকিং করে সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে। এ উপজেলায় আগামি ২৪ মার্চ তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয়রা বলছে, শৈলকুপা উপজেলার রয়েড়া বাজারে মঙ্গলবার বিকাল ৫টার দিকে নির্বাচনী সমাবেশ ডাকে আওয়ামীলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী (বিদ্রোহী) ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনার কর্মী-সমর্থকরা। এরপর একই সময় শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীকের নায়েব আলী জোয়াদ্দাদের পক্ষে মাইকিং করে সমাবেশ আহবান করা হয়। এতে করে উপজেলার নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফলে সংঘর্ষের আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রটের নির্দেশে শৈলকুপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সমাবেশ স্থালে নিষেধাজ্ঞা জারি করা হয়।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, আইন-শৃঙ্কলা পরিস্থিত স্বাভাবিক রাখতে জেলা মেজিষ্ট্রেটের নির্দেশে সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হযেছে। এছাড়া সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছ্।ে তবে এই নিষেধাজ্ঞা ১৪৪ ধারা না বলেও যোগ করেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে এই রয়েড়া বাজারে আওয়ামীরীগের বিবাদমান দু’টি গ্রুপের নির্বাচনী মিছিল বের করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৭ জন আহত হয়। যাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button