শৈলকুপা

ঝিনাইদহে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের রতœাট গ্রামে এলাকাবাসীর ব্যানারে কর্মসূচীর আয়োজন করা হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে জনপ্রতিনিধি, স্থানীয় মাতব্বরসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এতে নব-নির্বাচিত ইউপি সদস্য তুহিন বিশ্বাস, সাবেক সদস্য কাজী মোহাম্মদ আলী, শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, স্থানীয় মাতব্বর চাঁদ আলী, ছবিরন নেছা, রুমি খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, গত ৮ জানুয়ারি বগুড়া ইউনিয়নের আওধা গ্রামে কল্লোল খন্দকার নামের এক যুবক নিহত হয়। ঘটনার সময় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল শৈলকুপা উপজেলা আইনশৃৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকলেও তাকে কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত এই মামলা প্রত্যাহার করে মুল দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button