শৈলকুপা

ঝিনাইদহ শৈলকুপায় ঘাতক ট্রাক্টরটি দাপিয়ে বেড়াচ্ছে

এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের শৈলকুপা শহরের পুরাতন ব্রিজের পুর্বপাশে কদমতলা নামক স্থানে ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে মারা যাওয়ার ৪দিন অতিবাহিত হলেও ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়নি।বহাল

যশোর সেনানিবাসের ৩০ বেঙ্গলে কর্মরত সেনা সদস্য রাজিবের চাচাত ভাই আবুল হোসেন জানান, রাজিবের স্ত্রী মারা যাওয়ার কয়েকদিন আগে তার মাও মারা গিয়েছে আবার রাজিবের অবস্থাও আশংকাজনক তাই এখনো থানায় অভিযোগ দায়ের করা হয়নি। তবে আমরা অবশ্যই কিছুদিনের মধ্যে অভিযোগ দায়ের করবো।

এব্যাপারে শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এখনো কোন অভিযোগ আসেনি তাই মামলা হয়নি। আমরা এই মারা যাওয়ার বিষয়ে কিছুই জানতাম না আপনাদের মাধ্যমে শুনছি। তবে বিষয়টি খতিয়ে দেখছি।

উল্লেখ্য ঝিনাইদহের শৈলকুপায় ইট ভাটার মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে মারা যায় এক সেনা সদস্যের স্ত্রী। শুক্রবার বিকালে আহত হওয়ার পর তাকে প্রথমে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়,পরে যশোর সি এম এইচ এ ভর্তি করানোর পর তিনি মারা যান।

নিহত সেনা সদস্যের স্ত্রী শাহানারা (৩৫) খাতুন বালিয়াকান্দি উপজেলার চর দক্ষিণ বাড়ি গ্রামের মেছের আলীর মেয়ে। সেনা সদস্য রাজিব কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের তাজু মন্ডলের ছেলে।

রাজিবও যশোর সিএম এইচ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button