টপ লিডনির্বাচন ও রাজনীতিশৈলকুপা

ঝিনাইদহে সারুটিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত এক (ভিডিও)

ঝিনাইদহের চোখ-
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৫ জানুয়ারি। সংশ্লিষ্ট এলাকায় গণসংযোগ, প্রচার-প্রচারণার পাশাপাশি অজানা আশঙ্কা ও চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটছে প্রতিপক্ষের কার্যালয় ভাঙচুর ও প্রতীক পুড়ানোর ঘটনাও। ঝিনাইদহের শৈলকুপায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল সন্ধ্যায় ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকালে কাতলাগাড়ী বাজারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইছার টিপুর দুই সমর্থকের মধ্যে তর্কবিতর্ক হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা দুই পক্ষকে বসিয়ে সমঝোতা করে দেয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হারান বিশ্বাস নামে নৌকা সমর্থকের একজনকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মাঠে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button