শৈলকুপা

ঝিনাইদহের কৃতি সন্তান কবি রণক মুহম্মদ রফিক

#ঝিনাইদহের চোখঃ

কবি রণক মুহম্মদ রফিক ১০ আগস্ট ১৯৬৬ সালে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গড়াই পাড়ের বড়ুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৃত, শেখ আদালত হোসেন ও মাতা মৃত, রঙ্গনেছা খানম।

তিনি শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, শৈলকুপা কলেজ থেকে এইচ এস সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

তিনি মুলত কবিতা লেখেন। তবে ছড়া, প্রবন্ধ, কলাম এবং সমালোচনাও লিখে থাকেন। দেশের বিভিন্ন পত্র পত্রিকা এবং কলকাতার নানা ছোট কাগজে তার লেখা প্রকাশিত হয়েছে।

১৯৯৬ সালে বাংলা একাডেমি তার প্রথম কাব্যগ্রন্থ ‘জলস্মৃতি ও খড়ম যাত্রায়’ প্রকাশ করে। ১৯৯৮ সালে তিনি এ কাব্যগ্রন্থের জন্য বাংলা একাডেমির তরুন লেখক প্রকল্প পুরস্কার পান। কবি রণক মুহম্মদ রফিক এক পুত্র এক কন্যা সন্তানের জনক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button