কালীগঞ্জটপ লিড

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২৫

হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের পাতবিলার বটতলা নামক স্থানে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার কর্মিরা। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাসের আহত যাত্রীরা জানান, জীবননগর থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে আসার সময় যাত্রীবাহি সাজিম পরিবহন ( খুলনা মেট্রো-জ-১১-০১১৯) পাতিবিল ইটভাটা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তারা অভিযোগ করেন, এই যাত্রীবাহি বাসটি দ্রæতগতিতে চলছিল।

কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের জানান, কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আংশকাজনক।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সম্পা মোদক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বেশ কয়েকজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে প্রায় ২৫জন আহত রোগীকে আনা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button