টপ লিডনির্বাচন ও রাজনীতিশৈলকুপা

ঝিনাইদহ শৈলকুপায় ইউপি নির্বাচনে ১২ ইউপিতে চেঃ পদে ৪৯ জনের মনোনয়ন দাখিল

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ টি ইউনিয়নে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার আকরাম হোসেন এর নিকট

১ নং ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান পদে ১। নৌকা প্রতিক সেকেন্দার আলী মোল্লা, ২। হাবিবুর রহমান ৩। শাহীন এমডি আল আমিন ৪। এ এস এম ফেরদৌস কামাল ৫। রেজাউল করিম খান এবং সংরক্ষিত মহিলা আসনে ১২ জন ও মেম্বর পদে ৩১ জন,

২ নং মির্জাপুর ইউনিয়নে ১। নৌকা প্রতিক নিয়ে ফিরোজ আহমেদ ২। বিপুল হোসেন ও ৩। শহিদুল ইসলাম সংরক্ষিত মহিলা পদে ১৩ জন ও মেম্বর পদে ৩৭ জন,

৩ নং দিগনগর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে জিল্লুর রহমান তপন ২। এ বি এম মুক্তারুজ্জামান ৩। শাহনাজ পারভীন শাপলা ৪। ইদ্রিস আলী,সংরক্ষিত মহিলা আসনে ১১ জন ও মেম্বর পদে ৩৬ জন,
৫ নং কাঁচেরকোল ও ৬ নং সারুটিয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদ আলম এর৷ নিকট নৌকা প্রতিক নিয়ে সালাহউদ্দিন জোয়ার্দার মামুন ২। আমিরুল ইসলাম ৩। আমজাদ হোসেন ঝন্টু ৪। আবু বকর সিদ্দিকী ৫ । ইলিয়াস আলী ৬। মিনু খাতুন ৭। ইউসুফ আলী ৮। আবু বকর জামাল সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন ও মেম্বর পদে ৩৯ জন,

৬ নং সারুটিয়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মাহমুদুল হাসান মামুন ২। জুলফিকার কায়সার টিপু ৩। শিহাব উদ্দিন ৪। দুনিয়া খাতুন ৫। মাহমুদুল ইসলাম ৬। সোনিয়া খাতুন, সংরক্ষিত মহিলা আসনে ১২ জন ও মেম্বর পদে ৩২ জন,

৭ নং হাকিমপুর ৮নং ধলহরাচন্দ্র ও ১৩ নং উমেদপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার এর নিকট ৭ নং হাকিমপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে শিকদার কামরুজ্জামান জিকু ২। মনিরুজ্জামান ৩। হামিদুল ইসলাম ৪। আব্দুল গনি, সংরক্ষিত মহিলা আসনে ৮ জন ও মেম্বর পদে ২৮ জন,

৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মতিয়ার রহমান বিশ্বাস একক প্রার্থী
সংরক্ষিত মহিলা আসনে ৮ জন ও মেম্বর পদে ৩২ জন,

১৩ নং উমেদপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে সাব্দার হোসেন মোল্লা ও আব্দুল্লাহ শেখ সংরক্ষিত মহিলা আসনে ১১জন ও মেম্বর পদে ৩৩ জন,

এছাড়া ১০নং বগুড়া ও ১১ নং আবাইপুরের রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাইল হোসেন এ-র নিকট ১০ নং বগুড়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে শফিকুল ইসলাম শিমুল ২। হাজ্বী আশরাফুল ইসলাম। সংরক্ষিত মহিলা আসনে ১০ জন ও মেম্বর পদে ১৮ জন

১১ নং আবাইপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে বীর মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধা ২। হেলাল উদ্দিন বিশ্বাস ৩। পপি খাতুন ৪। ইখতিয়ার উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন ও মেম্বর পদে ৪৮ জন,

১৪ নং দুধসর ও ১৫ নং ফুলহরি ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান এ-র কাছে ১৪ নং দুধসর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে শাহাবুদ্দিনের সাবু ২। সোয়ুব আলী জোয়ার্দার ৩। টি, এ রাজু ৪। সাইফুল করিম সংরক্ষিত মহিলা আসনে ১১জন ও মেম্বর পদে ৩৩ জন,

এবং ১৫নং ফুলহরি ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে জামিনুর রহমান বিপুল ২। আওলাদ হোসেন ৩। ইলিয়াস হোসেন ৪। আসাদুজ্জামান সংরক্ষিত মহিলা আসনে ১০জন ও মেম্বর পদে ৪০ জন,
তাদের মনোনয়ন পত্র জমা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button