টপ লিডশৈলকুপা

ঝিনাইদহের শৈলকুপায় ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত শত-শত শিশু

মফিজুল ইসলাম, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় শিশু ডায়রিয়া রোগে ৩২দিনে ২শতাধিক আক্রান্ত রোগী শৈলকুপা হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

হাসপাতাল সুত্রে জানা যায়, আবহাওয়া পরিবর্তন ও অতিরিক্ত শীতের কারণে গত ৩২ দিনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শিশু ডায়রিয়া রোগে ২ শতাধিক রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি জানুয়ারী মাসের দুই দিনে ঝাউদিয়া গ্রামের জীবন বিশ^াস(১৫), বিজুরিয়া গ্রামের আসাদুজ্জামান ৮মাস, বারইপাড়ার তাহিয়া(২),নলখোলার তাজিব (১) জালসুকার রাজুমোল্যা (৬মাস),মধ্যপাড়ার আমিদ(২), কবির পুরের ছামিয়া (১),বরিয়া গ্রামের হিরা(১) দলিলপুরের রাকিব( ৮মাস), লক্ষনদিয়ার রাজকুমার (৭০),বারইপাড়ার শিলিনা (৩৫) ,কবিরপুরের রিনা(৩) ,উত্তরপাড়ার সুফিয়া(৬), আগুনিয়াপাড়ার রিজাউল (৩৫), মজুমদারপাড়ার রুবাইয়া(৩), সারুটিয়ার হেলেনা (১), শাহবাড়িয়ার ইমান (২) ডাউটিয়ার মামিন (৫)সহ ১৯ জন গত ২দিনে শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে হাসপাতালে শিশু ওয়ার্ড না থাকায় আক্রান্ত শিশুদের মহিলা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাছাড়াও বেড স্বল্পতার কারণে হাসপাতালের মেজেতে মাদুর বিছিয়ে আক্রান্ত রোগীদের রাখায় অসুস্থতার ঝুঁকি বাড়ছে বলে জানান কর্তব্যরত সেবিকারা। শিশু ডায়রিয়া রোগে ভর্তি তাজিব এর মা জানান বেডের সমস্যা প্রকট।

হাসপাতালের টিএইচও ডাঃ খন্দোকার মোঃ বাবর জানান ডিসেম্বর থেকে জানুয়ারী দুই মাসে আবহাওয়া পরিবর্তন ও অতিরিক্ত শীতের কারণে রোটা ভাইরাস রোগে শিশুরা বেশি আক্রান্ত হয়। তবে খাবার স্যালাইন, মায়ের বুকের দুধ, নরম খিচুরী, চিড়ার মার খাওয়ালে দ্রুত সুস্থ হয়ে উঠে।ডায়রিয়া রোগের প্রকাপ দিন দিন যে ভাবে বাড়ছে তাতে জরুরী পদক্ষেপ না নিলে মহামারী আকার ধারন করতে পারে বলে এলাকাবাসীরা আশঙ্কা করছে। সেই সাথে তারা সিভির সার্জনের হস্তক্ষেপ কামনা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button