অন্যান্য

যশোর-ঝিনাইদহসহ ৫ জেলা প্রদক্ষিণ করবে ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর সাইকেল র‍্যালি

ঝিনাইদহের চোখ-
প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সাইকেল র‍্যালির উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা সোয়া ১১টায় যশোর সেনানিবাসের ওসমানি স্টেডিয়ামে ফ্লাগ অফ অনুষ্ঠানের মাধ্যমে র‍্যালির উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের উর্ধ্বতন কমর্র্কতারা উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বলেন, ভারতের সাথে আমাদের ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে। এ ধরণের কার্যক্রম সে সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।

চতুর্থারের মত আয়োজিত এ র‍্যালিতে বাংলাদেশের ২০ সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন মেজর মাহমুদ ও ভারতীয় ২০ সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন কর্নেল মোহিত সিং। টিমটি ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা পরিদর্শন করবে। এসময় তারা মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি বিজড়িত জায়গাগুলো পরিদর্শন করবেন। সেইসাথে মুক্তিযোদ্ধা ও স্থানীয় মানুষদের সঙ্গেও কথা বলবেন।

র‍্যালিটি আগামী ১৯ নভেম্বর দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। এরপর কৃষ্ণনগর, রানাঘাট, কল্যানী হয়ে কলকাতায় গিয়ে ফ্লাগ ইন অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

ভারতীয় প্রতিনিধি দলটি রোববার দুপুর ১২ টার দিকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ২০১৭ সালে মার্চে প্রথম সাইকেল যাত্রার মাধ্যমে দুই দেশের সেনা সদস্যদের মধ্যে এ র‍্যালি শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button