ধর্ম ও জীবন

ঝিনাইদহে পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিকরণ অবহিতকরণ সভা

ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ-এ এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা প্রশাসকের সভাকক্ষে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় ।

হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট এর ট্রাস্টি শ্রী নান্টু রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকসহ ৪৭ জন অংশগ্রহন করেন।

সভা পরিচালনা করেন প্রকল্পের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান সুমন চন্দ্র পাল ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জুনিয়ার কনসালটেন্ট মিথুন কুমার বিশ্বাস।

সভায় অবহিত করা হয় ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প-২ এর আওতায় হিন্দু আইন ও পুজা পদ্ধতি, ভুমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবা, সামাজিক মুল্রবোধ, কৃষি ও বনায়ণ এবং গবাদি পশু পালন বিষয়ে প্রতি জেলায় ১’শ জন পুরোহিত ও ১’শ জন সেবাইতকে প্রশিক্ষন প্রদান করা হবে। এছাড়া প্রতি জেলায় ২৫ জন পুরোহিত ও সেবাইতকে মাসে ৭ শত টাকা ভাতা প্রদান করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button