পাঠকের কথা

ক্যাম্পাস–মেহেদী হাসান মুন্না

ঝিনাইদহের চোখ-

তোদের ডায়নাচত্বর সবুজ গালিচা হয়েছিল…
আমরা -তোদের বন্ধুরা
ঘাস আর কৃষ্ণচূড়া
মেঘ ,অবধারিত বৃষ্টিতে মরে যায় ধূলি
যেখানে একাকার বন্ধুলী
আধূলী, লালদালানের বুনোপায়রা ।
টিএসসিসি
সোমরাইলের আলোয় মুক্তবাংলা !
শেখপাড়া,শান্তিডাঙ্গায় জন্ম নেয় আগুনেজীবন..
বিশ্বমঞ্চের পাঠশালা ।
একুশবর্ষ আগের সারথি
জন্মান্তর, অগণিত মহারথী,,,,
তোদের ভালোবাসা মুক্তমঞ্চ হয়েছিল
তোরা- আমাদের বন্ধুলী
এখনকার জরাজীর্ণ জংধরা কালাসনে ঝাঁকুনি দিতে ইচ্ছে হয়েছিল বলে –
কৃষ্ণচূড়া মরে অমর হয়েছে !!
ঝরে যাওয়া লালখয়েরি ফুল ,মন ফেরানো খরা
পৃথিবীময় ছড়িয়ে পড়া আগুনের আবাসন
কৃষ্ণচূড়া
আমি-তুই , তোরা !!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button