ঝিনাইদহ সদরটপ লিড

ঝিনাইদাহে বিষধর সাপের কামড়ে নানী-নাতনীর মৃত্যু/ঈদের আনন্দ বিষাদে পরিণত

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে সাপের কামড়ে নানী ও নাতির মৃত্যু হয়েছে। বুধবার ভোর ও সকাল ১০টার দিকে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেড়বাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী নতিরন নেছা (৯৫) ও তার নাতি তরিকুল ইসলাম (২২)।

বেড়বাড়ি গ্রামের ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, রাতে একই ঘরে নাতি তরিকুল তার দেড় বছর বয়সী শিশু ছেলে ও স্ত্রীকে নিয়ে খাটের উপর এবং নানী নতিরন নেছা মেঝেতে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে বিষাক্ত সাপ প্রথমে নানীকে কামড় দেয়। সেময় নানী ছটফট করতে থাকে। অন্ধকারেই খাট থেকে নেমে এসে তরিকুল নানীর গায়ে হাত দিয়ে দেখার চেষ্টা করে। ওই সময় নাতীকেও সাপে কামড় দেয়। শরীরে যন্ত্রণা শুরু করলে পরিবারের লোকজন প্রথমে তাদের স্থানীয় ভড়ূয়াপাড়া গ্রামের ওঝা দিয়ে ঝাড়ফুঁক করার এক পর্যায়ে ভোরে তরিকুলের মৃত্যু হয়। পরে নতিরন নেছাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৮টার তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) এমদাদুল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button