কোটচাঁদপুরনির্বাচন ও রাজনীতি

সব ধরনের দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোটচাঁদপুরে বিএনপি’র প্রতিকী অনশন

ঝিনাইদহের চোখ-

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কোটচাঁদপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে মেইন বাসষ্টান্ড চত্তরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিকী অনশন কর্মসূচি পালন করা হয়।

পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এস.কে.এম সালাহ্উদ্দিন বুলবুল সিডলের সভাপতিত্বে অনশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। এতে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র সদস্য মোঃ আবুবকর বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ইকরামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মীর্জ টিপু, পৌর বিএনপি নেতা মোঃ মমিন মনোয়ার, উপজেলা যুবদলের আহŸায়ক আশরাফুজ্জামান খাঁন মুকুল, যুবদল নেতা রিপন শেখ, প্রমূখ।

বক্তারা বলেন, চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষের জীবন-জীবিকা হুমকির মূখে পড়েছে। এসময় তারা সরকারের সীমাহীন দূর্ণীতি, ভুলনীতি ও ব্যার্থতার দায়ে অবিলম্বে পদত্যাগ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহŸান জানান। না হলে, বিএনপি’র নের্তৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে হুশিয়ারী দেন।

দুই ঘন্টা ব্যাপী অনশনে এসময় উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সিনিয়র নেতারা কর্মীদেরকে পানি ও জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button