শৈলকুপা

চলে গেলেন এভারেস্ট কোম্পানির ডিপো ম্যানেজার ঝিনাইদহের সন্তান

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে করোনা ভাইরাসে এভারেস্ট ফার্মাসিটিক্যাল কোম্পানি রাজশাহীর ডিপো ম্যানেজার ওমর ফারুকের (৪০) মৃত্যু হয়েছে।

তিনি শৈলকুপা উপজেলার উলুবাড়িয়া গ্রামের মকবুল হোসেন মন্ডলের ছেলে। বুধবার ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এই নিয়ে গত ১০দিনে করোনা ভাইরাসে ১১ জনের মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘন্টায় ৬৭টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৮ জন ও কালীগঞ্জ উপজেলায় একজন আক্রান্ত হয়েছে।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,ওমর ফারুক অসুস্থ অবস্থায় ৯ এপ্রিল ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসাধীন অস্থায় বুধবার ভোরে তার মৃত্যু ঘটে।
শৈলকূপা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে লাশ দাফন কমিটির সদস্যরা বুধবার দুপুরে উলুবাড়িয়া গ্রামের পারিবারিক গোরস্থানে ওমর ফারুকের লাশ দাফন করেন।
এই নিয়ে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ৭৬ জন ব্যক্তির মৃতদেহ দাফন করলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button