ক্যাম্পাসটপ লিডমাঠে-ময়দানে

মহিলা হকিতে ঝিনাইদহ রানার্সআপ

ঝিনাইদহের চোখ-
আন্তঃজেলা ও যুব গেমস চ্যাম্পিয়ন ঝিনাইদহকে ১-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস মহিলা হকির স্বর্ণ জিতেছে নড়াইল জেলা দল। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দ্বিতীয় কোয়ার্টারে (১৮ মিনিট) নড়াইলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন নমিতা কর্মকার। শেষদিকে ঝিনাইদহ বেশ কয়েকটি আক্রমণ করলেও নড়াইলের গোলরক্ষক কাজল বিশ্বাসের দৃঢ়তায় প্রতিহত হয়। ম্যাচ শেষে নড়াইলের কোচ ওস্তাদ ফজলু বলেন, মেয়েরা আমার স্বপ্ন পূরণ করেছে। আমার জীবনে রৌপ্য পদক পেয়েছি এবার মেয়েরা স্বর্ণ উপহার দিয়েছে। টোটালি মেয়েদের খেলা অনেক উন্নতি করেছে। এদেরকে ধরে রাখতে হবে।

ঝিনাইদহের কোচ জামাল হোসেন বলেন, আমাদের ব্যাডলাক। কয়েকটি সহজ সুযোগ নষ্ট হয়েছে। হাইভোল্টেজ ম্যাচে এমন সুযোগ বারবার আসে না। তারপরও মেয়েরা শেষ পর্যন্ত হাল ছাড়েনি। ওদের স্পিরিট ধরে রাখতে হবে।

এদিকে গেমস মহিলা হকিতে দিনাজপুর জেলা দলকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে কিশোরগঞ্জ জেলা দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button