পাঠকের কথা

শান্ত হোক সকল অন্ধকার—–এম হাসান মুসা

#ঝিনাইদহের চোখঃ

সেই ভালো একটু নাহয় আজ নিরবে কেঁদেই নিলে ,
কতকাল মেঘ হয়ে জমে আছো চোখের কাজলে ।
সেই ভালো , তোমার কাজল কাটুক শৈশবের ঘুড়ি ,
শৈশব ছাড়ো মেয়ে,এবার নাহয় ছেড়ে দাও ওড়াউড়ি।

উড়তে শিখেই বুঝি ভালবেসেছিলে ভালবেসে বাঁচা ,
এখন শিখেছ , বাঁচা মানেই সময়ের রংমহলে নাচা ।
সেই ভালো ,এবার নাচাতে শেখো তোমার ত্রিতালে ,
অহেতুক বাঁধন খুলে ফেলো মেয়ে, এ ঘোর অকালে।

সেই ভালো,সকাল তোমার হোক,
বিকেল ও তোমার তোমার কাজলে এসে
শান্ত হোক সকল অন্ধকার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button