হরিনাকুন্ডু

হরিণাকুণ্ডুতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-

হরিণাকুণ্ডুতে বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তমদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনে প্রথমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ , পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ , বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে আলোচনা চলমান রয়েছে ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা এর সঞ্চালনায় স্মৃতীচারণ মূলক আলোচনায় অংশ নিচ্ছেন উৎসব আলোচনার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন , বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী , উপজেলা আ’ লীগের নেতা এ্যাডঃ বজলুর রহমান , থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা , নব- নির্বাচিত মেয়র মোঃ ফারুক হোসেন , হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু সহ অনেকে ।

র‍্যালী ও আলোচনা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান , গোলাম মোস্তফা , মঞ্জুর আলম , ছমিরুল ইসলাম , মোহাম্মদ আলী , রাকিবুল হাসান রাসেল , শরাফত দৌলা ঝন্টু , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন , কৃষি কর্মকর্তা হাফিজ হাসান , পশু সম্পদ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান , উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান , আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন , সমবায় কর্মকর্তা কামরুন্নাহার সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান , বিভিন্ন কলেজের অধ্যক্ষ , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক , শিক্ষার্থী , রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।

একপর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হবে ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানিয় ও বাইরে থেকে আগত শিল্পিরা সংগীত পরিবেশন করে স্থানীয় দর্শকদের মনমাতাবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button