জানা-অজানাটপ লিডদেখা-অদেখাহরিনাকুন্ডু

লালণের জন্মভুমি হরিণাকুণ্ডুতে লালণ স্মরণ উৎসবের উদ্বোধন

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার লালণ ভূমি হরিশপূর গ্রামে ৩দিন ব্যাপি লালণ স্মরণ উৎসবের উদ্বোধন করলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ।

বৃহস্পতিবার বিকালে উপজেলার হরিশপূর লালণ একাডেমীতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে স্মরণ উৎসবে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ , বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন , উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা , সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী , হরিণাকুণ্ডু পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ ফারুক হোসেন ।

এসময় আলোচক হিসাবে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন লালন একাডেমীর সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম , লালণ গবেষক ডঃ নওশের আলম , উপমহাদেশের ক্ষ্যাতনামা লালণ সংগীত শিল্পি আব্দুল লতিফ ।

এছাড়াও স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ আলাউদ্দীন , জোড়াদাহ ইউপি চেয়ারম্যান নাজমূল হুদা পলাশ , চাঁদপূর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা , কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু । বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত লালণ ভক্তকুল এই স্মরণ উৎসবে অংশগ্রণ করে।

প্রথম পর্বের স্মৃতিচারণ মূলক আলোচনা শেষে আব্দুল লতিফ সহ ক্ষ্যাতনামা শিল্পিরা লালণ সংগীত পরিবেশন করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button