টপ লিডমহেশপুর

মহেশপুরে হনুমান সংরক্ষন কার্যক্রমের শুভ উদ্বোধন

জিয়াউর রহমান জিয়া, মহেশপুর, ঝিনাইদহের চোখ-
শুক্রবার বিকালে ঝিনাইদহের মহেশপুরের ভবনগর গ্রামে হনুমান সংরক্ষন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসেন চৌধুরী।

বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ যশোর সাজ্জাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা সালেহ মোহাম্মদ সোহাইদ খাঁন, যশোর সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল।

উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর ফোরেস্টার এমএম মিজানুর রহমান,কালীগঞ্জ ফোরেস্টার আলাউদ্দিন,ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ হক প্রমুখ। উল্লেখ্য,ভবনগর গ্রামে দীর্ঘদিন ধরে ২শতাধিক হনুমান রয়েছে।

খাদ্য সংকটের কারণে হনুমানগুলি ক্ষেত খামারে ও লোকজনের বাড়িতে উপদ্র করায় অনেকেই বিরক্ত হয়ে হনুমানের ক্ষতি করছে এমনি অঙ্গহানি ও ফাঁদে জড়িয়ে হনুমান মারা হয়েছে। এ সংক্রান্ত গনমাধ্যমে বিভিন্ন সময় সংবাদ প্রকশিত হয়।

প্রধান বন সংরক্ষক সিসিএফ জনাব আমির হোসেন প্রধান বন কর্মকর্তার নির্দেশে ঐ গ্রাম সরেজমিন পরিদর্শন করেন এবং শুক্রবার সরকারিভাবে হনুমানগুলোর খাদ্য সরবরাহের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে তিনি কোটচাঁদপুরে বন ভিভাগের দ্বিতল ভবনের শুভ উদ্ধোধন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button