কালীগঞ্জ

কালীগঞ্জে ব্যতিক্রমী ভালোবাসা দিবস পালন

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জে পথশিশুদের সঙ্গে একবেলা আহার করে ব্যতিক্রমী ভালোবাসা দিবস পালন করেছে রৌদ্দুর নামের এক সংগঠন।

রোববার বিকালে শহরের মোবারকগঞ্জ রেলস্টেশনে এমন ব্যতিক্রমী ভালোবাসা দিবস পালনের আয়োজন করা হয়। প্রায় ৬০ জন পথশিশুর মাঝে এ খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, রৌদ্দুরের সদস্য খাদিজা খাতুন স্বর্ণালীসহ সংগঠনের সদস্যরা।

সংগঠনটির সভাপতি ওয়াসিফ রাব্বি জানান, ‘শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে হও একসঙ্গে যুক্ত, ঘুচিয়ে দাও দারিদ্র্যতা করো পথশিশু মুক্ত’ এই স্লোগান নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন রৌদ্দুর। এরই ধারাবাহিকতায় আয়োজিত হলো পথশিশু কিশোর-কিশোরীর সঙ্গে একবেলা আহারের। ভালোবাসাটা নতুন করে হোক সেই সব অবহেলিত কিশোর-কিশোরীর সঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button